রবিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:৪৭:১৫

হৃতিক আমার কেরিয়ার শেষ করতে চেয়েছিল: কঙ্গনা

হৃতিক আমার কেরিয়ার শেষ করতে চেয়েছিল: কঙ্গনা

বিনোদন ডেস্ক:  হৃতিকের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক নিয়ে প্রথম থেকেই সরব কঙ্গনা রানাউত। তিক্ততা এতটাই যে জটিলতা আদালত পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি হৃতিক। কিন্তু কঙ্গনা সম্প্রতি যা দাবি করেছেন, তাতে প্রকাশ্যে কিছু না বলেও অনেক কিছুই নাকি করেছেন হৃতিক!

সম্প্রতি কঙ্গনা বললেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে হৃতিক প্রকাশ্যে কিছু বলেনি ঠিকই। কিন্তু আমি মুখ খোলার আগেই বন্ধ দরজার ভেতর ও অনেক কথা বলেছে। ইন্ডাস্ট্রির সকলের কাছে গিয়ে কেঁদে কেঁদে হৃতিক নিজের দুঃখের কথা বলত। নানাভাবে আমার কেরিয়ারের ক্ষতি করারও চেষ্টা করেছে। সেই সব লোকেরাই পরে আমাকে ফোন করে বলেছে, হৃতিক তো ওর দিকটা বলেছে, তুমি কি কিছু বলতে চাও? উত্তরে আমি বলতাম, বিষয়টা তো আপনাদের জানার কোনও দরকার নেই। ’

কঙ্গনার এ দাবির পরও যথারীতি নিশ্চুপ হৃতিক। তবে বি-টাউনের একটা বড় অংশের মতে, ব্যক্তি জীবনে যাই হোক না কেন একের পর এক ছবি করে গেছেন কঙ্গনা। তুলনায় হৃতিকের কেরিয়ারগ্রাফ কিছুটা নিম্নমুখী।-আনন্দবাজার

০৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে