রবিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:০০:৫৫

'সালমান শাহ অন্য দেশে জন্মালে লন্ডনের মিউজিয়ামে মোমের মূর্তি থাকত'

'সালমান শাহ অন্য দেশে জন্মালে লন্ডনের মিউজিয়ামে মোমের মূর্তি থাকত'

বিনোদন ডেস্ক: সম্প্রতি তরুণ অভিনেতা আসিফ ইমরোজ প্রয়াত অভিনেতা সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করে হৃদয়স্পর্শী কিছু কথা লিখেছেন সোশাল মিডিয়ায়। সালমান শাহ অন্য দেশে জন্মালে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে তার মোমের মূর্তি থাকত বলেও মন্তব্য করেছেন এই তরুণ অভিনেতা।

আসিফ লিখেছেন, আজ আমার ভাই আমার আইডল সালমান শাহ্‌ কে নিয়ে কিছু কথা বলি। আজ তিনি একটি অবহেলিত দেশের মেগা সুপারস্টার বলে তাকে নিয়ে আমরা এই কথাটি বলি না যে মাইকেল জ্যাকসন এর মতো 'সুপার ডুপার স্টার অব গ্যালাক্সি' এর রহস্যজনক মৃত্যুতে ও তার একটি ভক্ত ও আত্মহত্যা করল না কষ্টে। কিন্তু সালমান শাহর মৃত্যু তে কয়েকজন মেয়ে আত্মহত্যা করে।

আসিফ ইমরোজ বলেন, আমার বড় বোনের কান্না আমি দেখেছি। আজ যদি ভাই আমার অন্য কোনো দেশে জন্মাত, তাহলে তার নাম ইতিহাসের পাতায় থাকত, লন্ডন এর মাদামত্যুসো জাদুঘরে তার মোমের পুতুল থাকত। আহ! আফসোস মহানায়ক তুমি এই দেশ এর সম্পদ ছিলে।  
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে