বিনোদন ডেস্ক : ‘পদ্মাবতী’ ছবির সেটে পরিচালক সঞ্জয় লীলা বানশালীর ওপর রাজপুত কার্ণি সেনা যে হামলা চালিয়েছে, তার সমালোচনা করলেন আমির খান। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।
ছবিতে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে অভিযোগে রাজস্থানের জয়পুরে ‘পদ্মাবতী’-র সেটে হামলা চালায় কার্ণি সেনা। ছবির পরিচালক বানশালীকে চড়থাপ্পড় মারা হয়। ছবির শ্যুটিং তখন থেকেই বন্ধ।
কাল রাতে দঙ্গল-এর সাকসেস পার্টির পর আমির মন্তব্য করেন, রাজস্থানে তিনিও শ্যুটিং উপলক্ষ্যে গিয়েছেন, কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তার কথায়, যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারও নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত নয়। যা হয়েছে, তা ভুল হয়েছে।
আমিরের কথায়, রাজস্থানের মানুষ অত্যন্ত ভাল, সাদাসিধে স্বভাবের। সেখানকার সব অভিজ্ঞতাই তাই ভাল কিন্তু খারাপ কথা শুনলে অবশ্যই খারাপ লাগে। এবিপি
০৫ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি