বিনোদন ডেস্ক : রনবীর কাপুরের বাড়ি সাজাবেন গৌরি খান। এর আগেও রনবীর কাপুরের সঙ্গে ইন্টিরিয়র ডিজাইনিং সংক্রান্ত কাজ করেছেন শাহরুখ খানের স্ত্রী। সেই কাজ দেখেই কাপুর পরিবারের খুব পছন্দ হয়েছে। তাই এবার তাদের বাড়ি নিজে হাতে সাজাবেন গৌরি।
ঋষি কাপুর ও নীতু কাপুর দুজনেই বহুদিন ধরেই ঘরকে নতুন করে সাজাবেন বলে ভালো একজন ইন্টিরিয়র ডিজাইনারের খোঁজ করছিলেন। অবশেষে গৌরির কাজই তাদের মনে ধরেছে। গৌরি রনবীরের নিজস্ব বাড়িটিকেও সাজিয়েছিলেন। সেই বাড়ির ডিজাইনিং দেখেই মুগ্ধ হয়েছিলেন ঋষি কাপুর ও নীতু কাপুর।
তবে শুধু রনবীরের বাড়ি নয়, করণ জোহারের বাড়ির ইন্টিরিয়র ডিজাইনিংও নাকি গৌরি নিজের হাতেই করেছেন। হবে নাই বা কেন? শাহরুখ খানের প্রিয় বন্ধু বলে কথা। বোঝাই যাচ্ছে বলিউডের বহু সেলিব্রেটির বাড়িতেই এখন থাকবে গৌরির হাতের ছোঁয়া।
০৫ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি