সোমবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:১৪:২২

ববিতার বাসায় দশ লাখ টাকার চুরি, চোরের বিষয়ে যা বললেন উদ্বিগ্ন এই নায়িকা

ববিতার বাসায় দশ লাখ টাকার চুরি, চোরের বিষয়ে যা বললেন উদ্বিগ্ন এই নায়িকা

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির কিংবদন্তি অভিনেত্রী ববিতার বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ববিতা জানান, তার বাসার কাজের মেয়ে মূল্যবান জিনিসপত্র, টাকা আর গহনা সবমিলিয়ে ১০ লাখ টাকার মতো চুরি করে পালিয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী জানান, পিংকি ও ইয়াসমিন নামে দুই গৃহকর্মী ৬ মাস ধরে তার বাসায় কাজ করছিলেন। চলতি মাসের এক তারিখ পিংকি বিকাশে বেতনের টাকা বাড়িতে পাঠানোর কথা বলে ইয়াসমিনকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

পিংকির বাড়ি সিরাজগঞ্জের দত্তবাড়ী আর ইয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জ। এদিকে মেয়ে দুটি পালিয়ে যাওয়ার পর গহনা, টাকা এবং মূল্যবান জিনিসপত্র বাসায় আর খুঁজে পাচ্ছেন না বলে জানান ববিতা।

উদ্বেগ জানিয়ে ববিতা বলেন, `পরিকল্পিতভাবে মেয়ে দুটি আমার ঘরের জিনিসপত্র চুরি করে পালিয়েছে কদিন আগে। আমি তাদের গ্রামের বাড়িতে লোক পাঠিয়েছি। উপায় না পেলে থানায় জিডি করবো।`
০৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে