বিনোদন ডেস্ক: মা হওয়ার অনুভূতিই আলাদা। প্রত্যেক নারীই এই অনুভূতিকে বর্ণনা করেন নিজের মতো করে। যেমনটা করলেন কারিনা কাপুর খান। সদ্য মা হয়েছেন তিনি। কারিনা সুপারস্টার, অথচ সন্তানকে দুনিয়ার সঙ্গে পরিচয় করাতে গিয়ে মোটেই সো কল্ড স্টারডমের পথে হাঁটেননি বেবো। তৈমুরের প্রথম ঝলকের জন্য হাপিত্যেশ করে মরতে হয়নি তাঁর ভক্তদের। সন্তানকে নিয়ে কখনোই বাজার গরম করেননি তিনি। এক্ষেত্রে কারিনা যেন পাশের বাড়ির মেয়েটির মতোই।
তাঁর টুইটেও ফের ধরা পড়ল সেই ছবিই। সম্প্রতি টুইটারে কারিনা লেখেন, কখনো এমনটাও হয়, আপনারই হৃদস্পন্দন অথচ সেই হার্টবিটটা হচ্ছে অন্য কোনো শরীরে। তৈমুর এখন আমার সেই হার্টবিট ধরে রেখেছে। কারিনার এই টুইট তো রিটুইট করার হিড়িক পড়ে গেছে। মা-ব্যাটার এই কেমিস্ট্রি নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও।
তবে সব ক্রেডিট কিন্তু বেবো একা নেননি। ভাগ পেয়েছে সাইফও। প্রথমবার বাবা হয়েছেন, এমনটা নয়। তবু তৈমুরকে সামলাতে সবসময় সাহায্য করেন সাইফ। কারিনা জানান, বাপ-ছেলের নাকি দারুণ ভাব। ছেলের ডায়াপার বদলও করেন সাইফ। সম্প্রতি টুইট করে কারিনা জানিয়েছেন, ‘আমি আর সাইফ কি আর কা-এর মতো। আমরা আমাদের সব রেসপনসিবিলিটই ভাগ করে নেই। ও ভীষণ সাপোর্টিভ।-সংবাদ প্রতিদিন
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ