বিনোদন ডেস্ক: জন্মদিনে নাতনিদের চিঠি লিখেছিলেন। সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল সেই চিঠি। এবার ছেলে অভিষেকের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। নাতনিদের শুরুতেই যেটা বলে সতর্ক করেছিলেন, ছেলেকেও কার্যত সেটাই শুনিয়ে দিলেন বিগ বি। তাঁর কথায়, জন্ম থেকেই বচ্চন পদবীর বোঝা বইতে হচ্ছে অভিষেককে। ও যাই করুক, নানা প্রশ্ন উঠবে।
অহেতুক তুলনা চলে আসবে। আমার নিজের ক্ষেত্রেও কিছুটা এমনই হয়েছিল। আমি শুরু থেকেই বচ্চনজির ছেলে। অভিষেক তো জন্ম থেকেই সেলিব্রিটি। যখন কোনো কিছুর মানে বুঝতে শেখেনি, তখন থেকেই সেলিব্রিটি। সেই বোঝা ওকে বয়ে বেড়াতে হচ্ছে। বচ্চনজির ছেলে হওয়ায় ছোট থেকেই আমাকে অনেক ন্যয়নীতির মধ্যে বেড়ে উঠতে হয়েছে। অভিষেককেও সেই পথটাই পেরিয়ে আসতে হয়েছে।-আজকাল
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ