মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৪৮:৫২

শাহিদ কাপুরের সঙ্গে কি ডেট করতেন সানিয়া মির্জা?

শাহিদ কাপুরের সঙ্গে কি ডেট করতেন সানিয়া মির্জা?

বিনোদন ডেস্ক: শাহিদ কাপুরের সঙ্গে কি তাহলে ডেট করতেন সানিয়া মির্জা? আপনার মনে হতে পারে, এমন হঠাত্‍ করে বলা হচ্ছে কেন? আসলে সানিয়া মির্জা ফারহা খানের সঙ্গে গিয়েছিলেন কফি উইথ করণ শো-তে। সেখানে আজব সব প্রশ্নের মুখে পড়তে হয় সানিয়াকে। আর টেনিস সুন্দরীও কোনও জড়তা না রেখে, সব প্রশ্নের উত্তর দিয়েছেন সাবলীলভাবে।

আর তাঁর উত্তর শুনেই গুঞ্জন শুরু হয়েছে যে, তাহলে কি শাহিদ এবং সানিয়া ডেট সত্যিই করতেন? অ্যায় দিল হ্যায় মুশকিলের পরিচালক করণ জোহর সানিয়াকে সরাসরি জিজ্ঞেস করেন, 'তুমি তো পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করলে। কিন্তু কখনও কোনও বলিউড অভিনেতা তোমাকে প্রেমের প্রস্তাব দেয়নি? তোমার আর শাহিদ কাপুরকে নিয়ে বেশ কিছু গুঞ্জন রয়েছে। সেগুলো কি ঠিক?'

এর উত্তরে সানিয়া বলেন, 'আসলে আমার এগুলো ঠিক মনে নেই। কারণ, এগুলো অনেকদিনের আগের ঘটনা। আর আমাকে খেলার জন্য এত জায়গায় ঘুরতে হয় যে, এতদিন পরে সেই সব আর মনে নেই।' এরপর করণ জোহর ফের সানিয়াকে জিজ্ঞেস করেন যে, 'আচ্ছা, তুমি শাহিদ কাপুর, রণবীর সিং এবং রণবীর কাপুরের মধ্যে কাকে বিয়ে করতে চাও আর কাকে মেরে ফেলতে চাও?' এর উত্তরে সানিয়া বলেন, 'আমি প্রেমের জন্য রণবীর সিংকে বেঁছে নেব। আমি রণবীর কাপুরকে বিয়ে করতেই পারি। আর মেরে ফেলতে চাই শাহিদ কাপুরকে।' প্রসঙ্গত, আজ থেকে আট বছর আগে সানিয়া মির্জা আর শাহিদ কাপুরের ডেট নিয়ে অনেক চাপান উতোর হয়েছিল।-জিনিউজ

০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে