বিনোদন ডেস্ক: চলতি মেয়াদে আজ শেষ হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শাকিব খান ও সাধারণ সম্পাদক অমিত হাসানের নেতৃত্বাধীন সমিতির কার্যক্রম। ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি শাকিব খান এবং অমিত হাসান প্যানেল বিভিন্ন পদে নির্বাচিতদের নিয়ে দুই বছর মেয়াদকালীন দায়িত্ব নিয়ে শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগে ৫ ফেব্রুয়ারি শিল্পী সমিতির সাধারণ সভায় সমিতির সব নেতা উপস্থিত ছিলেন।
সেখানে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিল্পী সমিতির প্রতি সবারই আন্তরিক অংশগ্রহণ বিশেষভাবে তুলে ধরা হয়। শাকিব-অমিতের সময়কালীন দুটি সফল ইফতার পার্টি, গত বছরের সফল পহেলা বৈশাখ উদযাপন, বিশজনেরও বেশি শিল্পীকে আর্থিকভাবে সহযোগিতা, বিশেষ সময়ে দুস্থ শিল্পীর পাশে থাকা এবং সর্বোপরি শিল্পী সমিতির ভেতরের এবং বাইরের সৌন্দর্য বৃদ্ধিতে এ কার্যকরী কমিটির বিশেষ ভূমিকার কথা সভায় উল্লেখ করা হয়।
আজ স্বাভাবিক নিয়মে শেষ হচ্ছে তাদের কার্যকরী মেয়াদ। নিজেদের সফলতা নিয়ে শাকিব খান বলেন, ‘শিল্পী সমিতির সভাপতি হিসেবে আমি আন্তরিকভাবে শিল্পীদের জন্য কাজ করেছি। চেষ্টা করেছি সুখে-দুঃখে শিল্পীদের পাশে থাকার। গত দুই বছরের কার্যক্রমে আমরা চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকার, সমিতির উন্নয়ন করার। কতটুকু কী করতে পেরেছি তা সমিতির দিকে দৃষ্টি দিলেই সহজে অনুমেয়।
তিনি আরও বলেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ অমিত ভাইয়ের কাছে। কারণ তিনি আমার চেয়েও অনেক বেশি কষ্ট করেছেন। আমাদের কার্যকরী মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সত্যিই, কিন্তু একজন শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে সরে যাচ্ছি না। আমি সবসময়ই শিল্পীদের পাশে ছিলাম। আছি, থাকব।’
অমিত হাসান বলেন, ‘যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে শাকিব দেশে-দেশের বাইরে যেখানেই থাকুক না কেন আমি যোগাযোগ করেছি, পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি। একজন সভাপতি হিসেবে শাকিব যথাযথ দায়িত্ব পালন করেছে। তাই সাধারণ সম্পাদক হিসেবে তাকে নিয়ে আমি গর্ব করি। পাশাপাশি অবশ্যই পুরো কমিটিরও অবদান আছে।’ বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগামী ৯০ দিনের মধ্যে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে ওমরসানী-ইলিয়াস কোবরা এবং মিশা সওদাগর-জায়েদ খান নিজেদের প্রচারণা চালাচ্ছেন।-যুগান্তর
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ