বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমী প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন ‘সৌভাগ্য’ ছবিতে।
জানা গেছে, সর্বশেষ প্রায় তিন বছর আগে ছবিটির শুটিং করা হয়। ছবিটির বেশীরভাগ শুটিং সম্পন্ন হলেও একটি গান ও কয়েকটি সিকোয়েন্সের শুটিং করা বাকী আছে। এজন্যই এতদিন ছবিটি আটকে রয়েছে। গান ও বাকী সিকোয়েন্সের শুটিং হলেই ছবিটির কাজ শেষ হবে।
পরিচালক এফ আই মানিক জানান, অনেক ধরেই ছবিটির কাজ আটকে ছিলো। কিছুদিন আগে ডিপজল সাহেবের সঙ্গে কথা বলে সময় ঠিক করা হয়েছে। ঈদের পরই ছবিটির বাকি কাজ শেষ হয়ে সেন্সরে জমা দেয়া হবে। একটি গান ও সিকোয়েন্সের শুটিংয়ে অংশ নেবেন ডিপজল ও মৌসুমী।
ডিপজল ও মৌসুমী ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা ও দীঘি।
১৩, সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন