মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৫০:৫০

আসছে ইমন-সারিকার নতুন রোমান্স

আসছে ইমন-সারিকার নতুন রোমান্স

বিনোদন ডেস্ক : ছোট পর্দায় একসঙ্গে তারা অনেকবার জুটি বেঁধেছেন। নাটক-টেলিফিল্মে দেখা গেছে তাদের রোমান্সের বৈচিত্রতা। এবার ইমন-সারিকা জুটিকে দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

প্রাণ ডাল নিবেদিত এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নেয়ামুল ইসলাম। নাম ‌‘শিখাইলা পিরিতি করিলা ডাকাতি’। সম্প্রতি রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজ ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটে এর শুটিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে অভিনেতা ইমন বলেন, ‘ভালোবাসা দিবসকে সামনে রেখে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এর গল্প ও নির্মাণ দর্শকদের মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস। আমি ও সারিকা রোমান্টিক একটি কাপল হয়ে আসবো।’

জানা গেছে, ‘শিখাইলা পিরিতি করিলা ডাকাতি’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আসছে ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে প্রাণ ডালের ফেসবুক পেজে প্রকাশ পাবে।
০৭ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে