বিনোদন ডেস্ক : মৃত্যুর তিন বছর পর ময়নাতদন্তের জন্য চিত্রনায়িকা পারভীন আক্তার অন্তরার লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা আজিমপুর কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করেছি। মূল ঘটনা তদন্তের পর জানা যাবে।’
২০১৪ সালের ৮ জানুয়ারি মনোয়ারা হাসপাতালে মারা যান অন্তরা। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে তখন জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অন্তরার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয় তার স্বামী শফিকুল ইসলাম খোকন মিয়ার বিরুদ্ধে।
অন্তরার মা আমেনা খাতুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার অভিযোগে পিটিশন মামলা দায়ের করেন। গত ১২ জানুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (দশম) আদালতের বিচারক অন্তরার লাশ কবর থেকে উত্তোলনের জন্য নির্দেশ দেন। ময়নাতদন্ত শেষে ১১ ফেব্রুয়ারির মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস