মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৩৩:৪৩

পুরানো মেজাজ, সেই স্টাইলেই 'হিরো' হয়ে ফিরলেন গোবিন্দা

পুরানো মেজাজ, সেই স্টাইলেই 'হিরো' হয়ে ফিরলেন গোবিন্দা

বিনোদন ডেস্ক : হিরো ফিরছেন। সেই একই মেজাজ, একই স্টাইল। সেই রঙিন জামাকাপড়, ফানি ডায়লগ। ৯০ দশকের বলিউডের সেই সব ফিল্মের নম্বর ওয়ান হিরো। তারই ফের কামব্যাক হতে চলেছে এবছরই। ফিল্মের নাম ‍’আ গ্যায়া হিরো‍’। চিনতে পারলেন কি সেই নাম্বর ওয়ান হিরোকে।

ঠিকই ধরেছেন, সেই হিরো হলেন সেই গোবিন্দা। বিবি নাম্বার ১, আনারি নাম্বার ১‍, ব্যটি নাম্বার ১, জোড়ি নাম্বার’ মত সিনেমায় অভিনয় করার জন্য একসময় তো এরঁ নামই হয়ে গিয়েছিল ‍‘নাম্বর ওয়ান হিরো‍’। তবে এবার ২০১৭ সালেও অন্য হিরোদের দৌঁড়ে বোধহয় তিনি ফের নাম্বর ওয়ান হতেই চাইছেন। তাই তো বোধহয় লুক বদল না করে একই ফর্মে ফিরতে চাইছেন গোবিন্দা।

আ গ্যায়া হিরোর প্র‌যোজনাও করেছেন গোবিন্দা নিজে। পরিচালনা করেছেন দীপঙ্কর সেনাপতি। আগামী মাসেই ওই সিনেমা মুক্তি পাওয়ার কথা। তবে সদ্য মুক্তি পাওয়া সিনেমার ট্রেলর কিন্তু পুরোপুরি ভাবে ৯০-এর দশকের সিনেমা গুলির কথাই মনে করাচ্ছে।
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে