বিনোদন ডেস্ক : কলকাতায় ফের রহস্য মৃত্যু। এ বার এক টেলি অভিনেত্রী। মঙ্গলবার অভিজাত আবাসন থেকে তার দেহ উদ্ধার হয়। নাম বিতস্তা সাহা। কল্কিযুক ছবিতে অভিনয় করেন তিনি। মঙ্গলবার গড়ফা এলাকায় তার ফ্ল্যাটে দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, শহরের অভিজাত এলাকা ইএম বাইপাসের পাশে তার ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়েছে। ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। এর পরে পুলিশ এসে বিতস্তার দেহ উদ্ধার করে। এখনও পুলিশ রয়েছে ওই আবাসনে। শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিতস্তার দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। আবার হাতের শিরাও কাটা ছিল।
এটা কি আত্মহত্যা না অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খোঁজ চলছে বিতস্তার বন্ধুবান্ধবদের।
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস