বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৫২:৪৩

‘রইস’ ছাড়াও আরও ১০ ছবি পাকিস্তানে নিষিদ্ধ

‘রইস’ ছাড়াও আরও ১০ ছবি পাকিস্তানে নিষিদ্ধ

বিনোদন ডেস্ক: শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ‘রইস’-কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। অভিযোগ, সেখানে মুসলিমদের ‘অনুপযুক্তভাবে’ দেখানো হয়েছে। নীচে দেওয়া হল সেই ১০ ভারতীয় ছবির তালিকা যেগুলিকে নিষিদ্ধ করেছে পাক সেন্সর বোর্ড।

১. শাহরুখ খান অভিনীতযব তক হ্যায় জান: অভিযোগ, সেখানে শাহরুখকে কাশ্মীরে সেনা অভিযান করতে দেখা গিয়েছে।

২. সঈফ আলি খান অভিনীতএজেন্ট বিনোদ: অভিযোগ, সেখানে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে এমনভাবে দেখানো হয়েছে যা পাক নাগরিকদের খারাপ লাগবে।

৩. অক্ষয় কুমার অভিনীতবেবি: অভিযোগ, সেখানে মুসলিমদের ‘অনুপযুক্তভাবে’ দেখানো হয়েছে।

৪. অক্ষয় কুমার অভিনীতখিলাড়ি ৭৮৬’:  অভিযোগ, ৭৮৬ নম্বরের ফলে পাক নাগরিকদের ভাবাবেগে আঘাত লাগবে।

৫. ফরহান আখতার অভিনীতভাগ মিলখা ভাগ:  অভিযোগ, ফরহানের চরিত্রের একটি সংলাপ পাকিস্তানের ভাবাবেগকে আঘাত করবে।

৬. বিদ্যা বালন অভিনীতডার্টি পিকচার’:  অভিযোগ, সাহসী দৃশ্য ও অনুপযুক্ত বিষয়।

৭. জন আব্রাহাম অভিনীতঢিশুম’ অভিযোগ, পাকিস্তানকে ভাল চোখে দেখানো হয়নি।

৮. সলমন খান অভিনীতএক থা টাইগার: অভিযোগ, পাক গোয়েন্দা সংস্থা ও কর্মীদের বিরুদ্ধে প্রেক্ষাপট।

৯. শাহিদ কপূর অভিনীতহায়দার: অভিযোগ, কাশ্মীর-কেন্দ্রীক প্রেক্ষাপট।

১০. তেরে বিন লাদেন: অভিযোগ, ওসামা বিন লাদেনকে যেভাবে দেখানো হয়েছে, তাতে আপত্তি ছিল পাক সেন্সর বোর্ডের।-এবিপি আনন্দ

০৮ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে