বিনোদন ডেস্ক : সম্প্রচার শুরু হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় খোরাক হয়ে উঠেছিল ‘স্টার জলসা’-র ‘মেমবউ’। এখনও অনেকেই মনে করেন এই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করেন মোনালি ঠাকুর এবং তাঁকেই উইগ পরে, মেকআপ করিয়ে কাস্টিং করা হয়েছে এই চরিত্রে। এর চেয়ে খারাপ সময় বোধহয় ‘মেমবউ’ চরিত্রের অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়ের জীবনে আসেনি। হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন বিনীতা, ব্র্যান্ড প্রোমোশনও করেছেন। এই বাংলা ধারাবাহিকটি তাঁর টুপিতে আরও একটি পালক হয়ে উঠতে পারত, কিন্তু হল না।
অন্যদিকে সৌরভ চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, ময়না মুখোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের কাস্টিং করেও দর্শকদের মনে তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিক। সেরা পাঁচে এখনও জ্বলজ্বল করছে ‘মিলনতিথি’ এবং ‘কে আপন কে পর’। ‘পটল কুমার গানওয়ালা’ তো ছিলই, সম্প্রতি উঠে এসেছে ‘রাখিবন্ধন’ ও ‘কুসুমদোলা’। ঘোড়দৌড়ে পিছিয়ে পড়েছে ‘মেমবউ’। কিন্তু কেন? কেন ঢাক ঢোল পিটিয়ে বিদেশিনী বউ আমদানি করে লাভ হল না? নীচে রইল ৫টি সম্ভাব্য কারণ--
১. ভারতীয় অভিনেত্রীকে বিদেশিনী সাজিয়ে দর্শক টানার চেষ্টা নিতান্তই হাস্যকর কারণ বহু বছর আগেই বাংলা ধারাবাহিকে বিদেশিনীদের চরিত্রে খাঁটি বিদেশিনীরাই অভিনয় করে গিয়েছেন। তাই এই সাজানো মেম একেবারেই পছন্দ করেননি দর্শক। এই ধারাবাহিক নিয়ে দর্শকদের একাংশ ঠিক কী ভাবেন তার একটা ঝলক দেখতে পাবেন নিচের ভিডিও লিঙ্কটিতে। এটি আপলোড করেছেন কিথ বোস।
২. টেলিভিশনের অভিনয় নিয়ে অনেকের অভিযোগ থাকতে পারে কিন্তু ‘অভিনয়’টা সত্যিই করতে হয়। একেবারেই না করতে পারলে দর্শক সেই ধারাবাহিক বেশিদিন দেখেন না। দুর্ভাগ্যক্রমে বিনীতা হিন্দি ধারাবাহিকে যাই করুন না কেন, ‘মেমবউ’-তে ঠিক অভিনয়টা করতে পারছেন না।
৩. চরিত্রগুলি ভালভাবে প্রতিষ্ঠিত হতে না হতেই তাদের ধরে বিয়ে দিয়ে দেওয়া এবং সেই পুরাতন শ্বশুরবাড়ি ড্রামা! চিত্রনাট্যে এত থোড়-বড়ি-খাড়া কেন?
৪. ধারাবাহিক জনপ্রিয় হওয়ার জন্য নায়িকাকে সুন্দর দেখানো খুবই জরুরি। ক্যারলের বিয়ের আগে লুকটি তবু সহনীয় ছিল কিন্তু বিয়ের পরের লুকসেটিং অত্যন্ত খারাপ।
৫. এই বিদেশী মেয়ের বাঙালি পরিবারে আত্তীকরণ কনসেপ্টটাই বহু পুরনো। পুরনো চাল আর কত ভাত দেবে? -এবেলা।
০৮ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম