বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:৪৫:০৯

রুক্মিণীকে ১০ লাখ টাকার আংটি পরালেন দেব!

রুক্মিণীকে ১০ লাখ টাকার আংটি পরালেন দেব!

বিনোদন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসের প্রাক্কালে রুক্মিণীকে কী দিলেন কলকাতার সুপারস্টার দেব? চকোলেট বা গোলাপ নয়। রুক্মিণীকে দেব যা দিয়েছেন তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে টলিপাড়ায়। তবে এই উপহার ভ্যালেন্টাইনস ডে-র উপহার কি না, তা নিয়ে অনেকেই নিশ্চিত নন। আবার অনেকের মতে, সামনেই ভ্যালেন্টাইনস ডে। সেই উপলক্ষেই একজন অন্যজনকে এই উপহার দিয়েছেন।

বাগদান তাদের হয়নি। অন্তত তেমন কিছু টলিপাড়ায় শোনা যাচ্ছে না। কিন্তু একথা এখন ওপেন সিক্রেট যে দেব নাকি “বন্ধু” রুক্মিণীকে একটি বহুমূল্য আংটি উপহার দিয়েছেন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আংটির দাম নাকি প্রায় ৮ লাখ রুপি যার বাংলাদেশি মূল্য প্রায় ১০ লাখ টাকা। ইদানীং নাকি সেটি একেবারেই অনামিকাচ্যুত করছেন না রুক্মিণী। প্রায়সময়েই তার আঙুলে শোভা পাচ্ছে দেবের দেওয়া সেই অঙ্গুরীয়।

রুক্মিণীর অনামিকায় আংটি দেখে ইন্ডাস্ট্রিতে আবার তাদের সম্পর্ক নিয়ে জোর আলোচনায় শুরু হয়েছে। যদিও দেব ও রুক্মিণী একে অপরকে “ভালো বন্ধু” বলে পরিচয় দেন, কিন্তু ইন্ডাস্ট্রির অনেকেই তা মানতে নারাজ। তাদের মতে, দেব ও রুক্মিণী সম্পর্কে আছেন। কিন্তু দু’জনের একজনও স্বীকার করেননি একথা।  

তবে এই প্রথম নয়। এর আগেও রুক্মিণীকে বহুমূল্য উপহার দিয়েছেন দেব। “বন্ধু” রুক্মিণীকে একবার তিনি লাক্সারি গাড়ি উপহার দিয়েছিলেন। বর্তশান তার সাথে একটি সিনেমাও করছেন দেব।

০৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে