বিনোদন ডেস্ক : সম্প্রতি নিজের আত্মজীবনীতে বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী, তাদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বিস্ফোরক সমস্ত দাবি করেছিলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। তার কথা উঠে এসেছে একসময়ে প্রিয় বন্ধু অভিনেত্রী কাজলের কথা। খবর এবিপির।
এবার এক সাক্ষাত্কারে তিনি ফের বললেন, জীবনে যাই ঘটে যাক, কাজল তার জীবনে আর কোনও দিন ফিরে আসবেন না। তাদের গভীর বন্ধুত্ব আজ শুধুই অতীত স্মৃতি। আর এই সম্পর্কের অবনতির জন্যে তিনি ফের একবার অজয় দেবগণ, কাজলের স্বামীকে দায়ী করেছেন।
এই সাক্ষাত্কারে তিনি এক সাংবাদিকের কথা উল্লেখ করে বলেন, যিনি করণকে জিজ্ঞেস করেছিলেন তার সঙ্গে শাহরুখের সম্পর্ক কতটা গভীর? সেই সম্পর্ক কী বিছানা পর্যন্ত এগিয়েছে? এই প্রশ্নে কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি, দাবি করণের। তার কাছে শাহরুখ বড় ভাইয়ের মতো। পরিবারের সদস্য সম্পর্কে এধরনের প্রশ্ন শুনে তিনি মারাত্মক বিরক্ত হয়েছিলেন বলেই জানিয়েছেন। করণ বুঝেছিলেন তার ‘একান্তই ব্যক্তিগত বিষয়’ নিয়েই আসলে প্রশ্ন করেছিলেন সেই সাংবাদিক। করণের দাবি, ওই ঘটনার পর থেকে তিনি কোনও পুরুষ বন্ধুর সঙ্গে নৈশভোজে যাওয়ার আগেও দুবার ভাবেন।
এই সাক্ষাত্কারে সম্প্রতি ‘পদ্মাবতী’র সেটে বনশালীর ওপর ঘটে যাওয়া আক্রমণ প্রসঙ্গে করণ বলেন, এই ঘটনা কাল আমার সঙ্গেও ঘটতে পারে। ছবি না দেখে, ছবির বিষয়বস্তু না জেনে, একজন কীভাবে আরেকজনের কাজের জায়গায় এসে তার ওপর হামলা চালাতে পারে? করণের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে।
০৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস