বিনোদন ডেস্ক : পাকিস্তানে শাহরুখের ‘রইস’-র প্রদর্শন নিয়ে বিতর্ক চরমে৷ মুসলিমদের যথাযথভাবে প্রদর্শিত করা হয়নি এই অভিযোগে রইসের প্রদর্শন বন্ধ করা হয় পাকিস্তানে৷ এমনই সময় শাহরুখের ছবির নায়িকার চরিত্রে থাকা পাকিস্তানি অভিনেত্রী সম্পর্কে উঠে এলো কিছু না জানা তথ্য৷
আপাতত পাকিস্তানের ললিউডের সিঙ্গেল মাদার মাহিরা খান৷ ২০০৭ সালে আলি আসকারির সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন এই নায়িকা৷ তারপর কেটে গিয়েছে বেশ কিছু বছর৷ ২০১৫ সালে বিচ্ছেদও ঘটে এদের মধ্যে৷ তাই তাদের একমাত্র ছেলে আজলানের সব দায়িত্ব এখন তারই৷ ছেলের জন্য অভিনয় জীবনের সঙ্গেও আপোস করে চলেছেন মাহিরা৷ তিনি জানান, তার প্রথম কাজ এখন তার ছেলেকে মানুষ করা৷
ভারতের উড়ি সেনাকাম্পে হামলার পর থেকে ভারত-পাকিস্তান উষ্ণ সম্পর্কের প্রভাব পরে সিনে-জগতেও৷ বিভিন্ন কারনে নিষিদ্ধ হয় এই ছবি পাকিস্তানে৷ সেই বিষয় নিয়েও মাহিরা জানান, পাকিস্তানবাসীরা ছবি মুক্তির আশায় দিন গুনছেন৷ তারা রইস ছবিটি নিয়ে খুবই উৎসাহিত৷
০৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস