বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:০৪:৩১

সালমানের পরের ছবিতে অক্ষয় ও সিদ্ধার্থ

সালমানের পরের ছবিতে অক্ষয় ও সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক : প্রযোজনায় অনেক দিন আগেই হাত দিয়েছেন। সাফল্যও পেয়েছেন। এবার তাই নতুন ছবির প্রযোজন শুরু করছেন সালমান। খবর, তাতে ‘‌স্টুডেন্ট অফ দ্য ইয়ার’‌ খ্যাত সিদ্ধার্থ মালহোত্রাই নায়ক। চিত্রনাট্য লেখার কাজ মোটামুটি শেষ। সালমানের বাকি ছবির মতোই এই ছবিতেও মূলধারার সব মশলাই মজুত থাকবে।

শোনা গিয়েছিল, সালমানের নিজের জীবন নিয়ে নাকি তৈরি হচ্ছে ছবিটি। তবে সে খবর খারিজ করেছেন তিনি। পরিচালক করণ জোহরের সঙ্গে একটি ছবিও প্রযোজনা করছেন তিনি। ছবিতে নায়কের ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। যা শুনে রীতিমতো চমকে উঠেছে তামাম বলিউড, সংবাদ মাধ্যম। শাহরুখের সঙ্গে সালমানের সম্পর্ক আজকাল ভাল হলেও অক্ষয়ের সঙ্গে সেরকম কিছু শোনা যায়নি। তাহলে হঠাৎ কেন?‌ দুই নায়ক জানিয়েছেন, বলিউডের স্বার্থেই একই প্রোজেক্টে কাজ করছেন তারা।

০৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে