বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:৩১:০৭

রইসে আর মন নেই শাহরুখের!

রইসে আর মন নেই শাহরুখের!

বিনোদন ডেস্ক: রইস-এর সাফল্যের পর এবার পরের ছবিতে মন দিলেন শাহরুখ খান। ইতিমধ্যেই শাহরুখ জানিয়েছেন, তিনি আনন্দ এল রাইয়ের ছবিতে বামনের ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু তা কোনও ভাবেই কমল হাসানের আপ্পু রাজার অনুকরণে নয়।

গতকাল রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় দেখা গেল শাহরুখ ও তাঁর পরিচালক আনন্দ এল রাইকে।  ডিনার করতে করতে ছবির ডিটেল নিয়ে আলোচনা করেন দুজনে। কেন পাকিস্তানে রিলিজ করতে দেওয়া হল না শাহরুখ-মাহিরা খান অভিনীত ছবি রাইস?

৯ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে