বিনোদন ডেস্ক: এবার বলিউডে জুটি বাঁধলেন রণবীর সিং ও আলিয়া ভাট। জোয়া আখতারের ছবি গলি বয়েজ-এ দেখা যাবে তাঁদের। কনসেপ্টটা নিয়ে ভাবতে শুরু করেছিলেন গত বছর থেকেই, তখন জোয়ার মাথায় ছিল সইফ ও অমৃতার কন্যা সারা আলি খানের কথা।
রণবীরের বিপরীতে নাকি সারা ডেবিউ করবেন, এমন জোর গুজব রটেছিল। কিন্তু সেসব এখন অতীত। আলিয়া ভাট সই করে ফেলেছেন গলি বয়েজ-এ। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেনমেন্ট এই ছবির প্রোডিউসার।-জিনিউজ
৯ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ