বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:০৫:৩৫

ছোটবেলায় কার প্রেমে পড়েছিলেন এই অভিনেতা? ভ্যালেন্টাইনস ডে নিয়ে কী ভাবছেন তিনি?

ছোটবেলায় কার প্রেমে পড়েছিলেন এই অভিনেতা? ভ্যালেন্টাইনস ডে নিয়ে কী ভাবছেন তিনি?

বিনোদন ডেস্ক : ভ্যালেন্টাইনস ডে নিয়ে ঠিক কী ভাবেন শাশ্বত চট্টোপাধ্যায়? পাড়ায় কি ছিল বিশেষ কেউ, যাঁকে মনে মনে ভাল লাগত তাঁর?

আলাদা করে ভ্যালেন্টাইনস ডে পালনে বিশ্বাসী নন শাশ্বত চট্টোপাধ্যায়। এই নিয়ে বিশেষ কোনও স্মৃতিও নেই তাঁর। কিন্তু তা বলে প্রেমবিরোধী নন তিনি মোটেই। প্রেমদিবস পালন প্রসঙ্গে জানালেন, ‘আমার কাছে প্রত্যেক দিনই ভ্যালেন্টাইনস ডে। আলাদা করে প্রেম দিবসের কোনও মানে তো অন্তত আমার কাছে নেই। একদিনই ভালবাসব আর বাকি দিনগুলো কি ঘেন্না করব? এমন কথা কোথায় লেখা আছে? প্রত্যেকদিন প্রত্যেক মুহূর্ত প্রেমের বলে আমি মনে করি। আমার তো মনে হয়, এই ভ্যালেন্টাইনস ডে-টা তৈরিই হয়েছে কার্ড বিক্রি করার জন্য। শুধু এইটাই নয়, ফাদারস ডে, মাদারস ডে এই সব ডে গুলোর উদ্ভবই হয়েছে শুধু ব্যবসায়িক স্বার্থে। ভালোবাসার মানুষটাকে কেবলমাত্র বছরের একদিন বিশেষ চোখে দেখার মধ্যে কোনও মাহাত্ত আছে কি? মনে হয় না। বরং উৎসব-উপলক্ষ ছাড়াও যদি সেই সম্মানটা তাঁকে দেওয়া যায়,
সেখানেই ভালবাসার আসল সার্থকতা।’

তবে কি এই দিনের কোনও স্মৃতিও নেই তাঁর? শাশ্বত বললেন, ‘ভ্যালেন্টাইনস ডে নিয়ে কোনও স্মৃতি আমাকে অন্তত নস্টালজিক করে না। তার প্রধান কারণ শৈশবে প্রেম-টেম নিয়ে বিশেষ মাথা ঘামাতাম না। খেলাধুলো করেই কেটেছে সেকালটা।’ তার মানে অবশ্য এই নয় যে কোনওদিন কোনও ক্রাশ হয়নি তাঁর। তবে সেই অভিজ্ঞতাগুলিকে নেহাতই ইনফ্যাচুয়েশন হিসেবে দেখেন তিনি। বললেন, ‘কিছু ইনফ্যাচুয়েশনস যে ছিল না, এটা বললে মিথ্যে বলা হবে। ইয়ং বয়সে যেটা হয়ে থাকে সবারই আর কী। যতদূর মনে পড়ছে, পাড়ায় একটি মেয়ে ছিল। তার বাড়ির সামনে আমরা খেলাধুলো করতাম। তাকে দেখলে ভাল লাগত, এই পর্যন্তই। তবে কথা বলার সাহস কখনও হয়নি।’
০৯ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে