বিনোদন ডেস্ক : কোবরার সঙ্গে ছবি তোলার অভিযোগে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি উলফতকে গ্রেফতার করল মহারাষ্ট্র বনদফতর৷ তবে শুধু শ্রুতিই নয়, এই একই অভিযোগে আরও এক অভিনেত্রী ও প্রোডাকশন ম্যানেজারকেও গ্রেফতার করা হল৷ বনপ্রাণী আইনকে না মানার অপরাধেই গ্রেফতার হল এদের৷
২০১৬ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’ -এর প্রোমোশনের জন্য একটি ভিডিও শ্যুট করা হয়৷ যেখানে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রুতি, কোবরার সঙ্গে নিয়ে ছবি তুলেছেন৷ এই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে৷ আর তা নজের আসে বন দফতরের৷
১৭ জানুয়ারি বন দফতরের হাতে আসে যে শ্রুতি যে সাপের সঙ্গে ছবিটা তুলেছেন তা একেবারেই আসল সাপ৷ নকল নয়৷ তবে ‘নাগিন’ সিরিয়াল কর্তৃপক্ষ জানিয়েছে এটা আসল সাপ নয়৷
৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস