বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:২৭:০৫

আমির খানের প্রথম পছন্দের চরিত্র শ্রীকৃষ্ণ!

আমির খানের প্রথম পছন্দের চরিত্র শ্রীকৃষ্ণ!

বিনোদন ডেস্ক : কর্ণ অথবা কৃষ্ণ। বড় পর্দায় মহাভারত হলে এই দুই চরিত্রই পছন্দ আমির খানের। এক্ষেত্রে কৃষ্ণই প্রথম পছন্দ মিস্টার পারফেকশনিস্টের। নিজে মুখেই সে কথা জানিয়েছেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ইচ্ছা কথা জানান আমির খান। খবর সাংবাদ প্রতিদিনের।

সব ঠিকঠাক এগোলে ‘বাহুবলি : দ্য কনক্লুশন’-এর পর হয়তো মহাভারতে হাত দেবেন পরিচালক এসএস রাজামৌলি। আর সেক্ষেত্রে পরিচালকের পছন্দের তালিকায় ইতিমধ্যেই রয়েছেন তিন হেভিওয়েট তারকা। আমির খান, রজনীকান্ত, মোহনলাল।

মহাভারত তার ড্রিম প্রোজেক্ট, প্রকাশ্যে সে কথা বহুবারই বলেছেন রাজামৌলি। এই ছবির জন্য সময়টা বড় ফ্যাক্টর। ছবির কাজে অনেকটা সময়ই দিতে হবে অভিনেতাদের। বিগ বাজেটের এই ছবির জন্য প্রায় ৪০০ কোটি টাকা প্রাথমিকভাবে ধরা হয়েছে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি।  

ইতিমধ্যেই মহাভারতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন আমির খান। বলেছেন, “আমি রাজামৌলির কাজের খুব বড় ভক্ত। যদি কখনও ও মহাভারত নিয়ে কাজ করে কর্ণ অথবা কৃষ্ণ চরিত্রে আমি অভিনয় করতে চাই। তবে কৃষ্ণই আমার প্রথম পছন্দ।” তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা হয়নি। এখন তারই অপেক্ষা।
০৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে