শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:৪৮:০১

এক ছবিতে ২৯ গান

এক ছবিতে ২৯ গান

বিনোদন ডেস্ক : একটি ছবিতে মোট ২৯টি গান। অনুরাগ বসুর আসন্ন ছবি 'জগ্গা জাসুস' এ নাকি মোট ২৯টি গান থাকবে! ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রীতম। 'বরফি'র পর আবার এই ছবিতে অনুরাগের সঙ্গে কাজ করেছেন তিনি। নিজের কাজ নিয়ে উচ্ছ্বসিত প্রীতম জানিয়েছেন, নানা রকম সাউন্ড ট্র্যাক নিয়ে নাকি রণবীর-ক্যাটরিনার ওপর এক্সপেরিমেন্ট করেছেন তিনি।

এত বেশি সংখ্যায় গান থাকার কারণ কী? প্রীতমের দাবি, এ ছবিতে গানই অনেক জায়গায় সংলাপের কাজ করেছে। বলিউডে নাকি এ ধরনের কাজ এর আগে খুব বেশি হয়নি। সব কিছু ঠিক থাকলে এ বছরই মুক্তি পাবে ছবিটি। -আনন্দবাজার পত্রিকা
১১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে