শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৫৩:০৯

সালমানকে ছেড়ে আমিরের সঙ্গে বন্ধুত্বের পথে শাহরুখ খান!

সালমানকে ছেড়ে আমিরের সঙ্গে বন্ধুত্বের পথে শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : এর জন্যই হয়তো মু্ম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলা হয় মায়া নগরী৷ কখনও যে কী হয়ে যায়, তা বোঝার আগেই ঘটে যায়৷ এই যেমন এতদিন সালমানের সঙ্গে জমিয়ে বন্ধুত্ব করেও, আমিরের সঙ্গে নতুন করে বন্ধুত্ব পাতাচ্ছেন শাহরুখ খান!

গল্পটা হল, আমিরের সঙ্গে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনও দিনই ছিল না শাহরুখের৷ বরং মুম্বাইয়ের ফিল্মি পার্টিতে শাহরুখের সঙ্গে আমিরের দেখা গেল, দু’জনেই থাকতেন একটু দূরে দূরেই৷ তবে পুরো ব্যাপারটা, যেন বদলে গেল দুবাইয়ে৷ আমির ও শাহরুখের সমীকরণ যেন বদলে গেল একটা বার্থডে পার্টিতে৷

দুবাইয়ের এক ব্যবসায়ীর জন্মদিনে হাজির হয়েছিলেন আমির ও শাহরুখ ৷ দু’জনেই পরেছিল সাদা পোশাক৷ পার্টির বাইরে দু’জনে নাকি আড্ডাও মেরেছেন৷ সেই ছবি ট্যুইটারে পোস্ট করতে বলিউডে শোরগোল৷ তাহলে কী এবার শাহরুখ ও আমিরের যুগলবন্দি দেখতে চলেছে বলিউড ৷

১০ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে