রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:০৮:৩২

এবার ভ্যালেন্টাইনে পলাতক সময় অথবা প্রেম

এবার ভ্যালেন্টাইনে পলাতক সময় অথবা প্রেম

বিনোদন ডেস্ক : বাবার বদলীর চাকরি। অর্পি তার বাবাকে নিয়ে নতুন এলাকায় নতুন বাসায় উঠেছে। এবার এইচএসসি পাস করে ভর্তি কোচিং করছে অর্পি। এলাকায় নতুন মেয়ে আসায় এলাকার ছেলেদের বিশেষ কৌতুহল। মেয়েটা সুন্দরী কিন্তু টমবয় ধরনের। সুন্দরী মেয়েরা টম বয় হলে চলে?
 
অর্পির পরনে শার্ট, জিন্স প্যান্ট, পেছনে কাঁধে ব্যাগ, মাথায় ক্যাপ দিয়ে চলাফেরা করে। রোজ বিকেলে কোচিং করতে যায়।
 
যে ছেলেগুলো কোচিং থেকে দূরে থাকত, বাসায় বইটাও ধরত না তারাও এখন নিয়মিত কোচিং এ যাওয়া শুরু করেছে। পোশাকে সচেতন হয়েছে। অর্পি এসবের তোয়াক্কা করে না।
 
অর্পির বারান্দা থেকে পাশের বাসায় দোতলার একটা রুম দেখা যায়। রোজ একজন মহিলা তার সন্তানকে বকাঝকা করেন। অর্পির বাসা থেকে দেখা যায়, একটা বলদ মার্কা ছেলেকে। অর্পি অবাক হয় ছেলেটা মায়ের বকুনি খেয়েও কোনো টুঁ শব্দটি করে না।

এদিকে এলাকার ছেলেরা ছেলেটার (তুর্য'র) ওপর ক্ষিপ্ত। ইস গাধাটার (তুর্য'র) বাসা থেকে অর্পির বাসা দেখা যায়। কি কপাল ওর! রুমের পাশেই অর্পির বাসার বারান্দা। মনটা চায় তুর্য রে ....

অবশেষে তুর্য সাইকেল চালানো শেখাতে শুরু করে অর্পিকে। এভাবেই পরিচয়। সবাই মিলে গানের আড্ডায়ও দুজনের প্রতি আলাদা টান।
 
এরপর অর্পির বাবা হঠাৎ ট্রান্সফার। অর্পিরা চলে যায়। যাওয়ার সময় দেখা হয় না তুর্যর সঙ্গে... আর কি দেখা হবে তাদের?
 
মুশফিক কল্লোলের পরিচালনায় ভ্যালেন্টাইন দিবসের বিশেষ নাটকে অভিনয় করেছেন আবির মির্জা, তাসনুভা এলভিন, আল মামুন, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ১১টা ২৫ মিনিটে, বাংলাভিশনে।
১২ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে