রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:২৭:০১

গিলে খেতে আসছে অ্যানাকোন্ডা? জটিল সেই গল্প নায়ক দেবের মুখে

গিলে খেতে আসছে অ্যানাকোন্ডা? জটিল সেই গল্প নায়ক দেবের মুখে

বিনোদন ডেস্ক : বড় বড় সব অ্যানাকোন্ডা। এতদিন এমন দৃশ্য হলিউড সিনেমাতেই প্রত্যক্ষ করেছিলেন। এখন তাঁকে নিজেকেই অ্যানাকোন্ডার মুখোমুখি হতে হচ্ছে। এছাড়াও রয়েছে অ্যামাজনের নদীর মধ্যে থাকা মাংসাশী পিরানহা মাছ। যাদের করাতের মতো দাঁত মুহূর্তের মধ্যে ফালি-ফালি করে দিতে পারে মানুষের শরীরকে। বলতে গেলে ‘চাঁদের পাহাড় ২’ -এ রয়েছে এমনই সব হাড় হিম করা ঘটনার গল্প। ছবির নায়ক, দেব নিজের মুখেই জানালেন এসব কথা। এছাড়াও রয়েছে নানান পাখি। যার মধ্যে উল্লেখযোগ্য ম্যাকাও, কাকাতুয়ারা। রঙ আর গড়নের এমন মেলবন্ধন যে হতে পারে, তা ম্যাকাও বা কাকাতুয়াদের না দেখলে বিশ্বাস করা কঠিন বলেই জানিয়েছেন দেব।

শনিবার সল্টলেকে পাখিদের নিয়ে এক প্রদর্শনীতে এসেছিলেন দেব। সেখানেই তিনি পাখি দেখার সঙ্গে সঙ্গে ‘চাঁদের পাহাড় ২’-এর ছবির কিছু কিছু অংশ এবং তাঁর অভিজ্ঞতার
কাহিনি সকলের সঙ্গে শেয়ার করে নেন। জানান, আগে অ্যানাকোন্ডা, পিরানহা বা কাকাতুয়া, ম্যাকাওদের নাম শুনলে ভয় পেতেন। ম্যাকাও, কাকাতুয়ারা আঁচড়ে দেয় বলে পাখিদের ধারে কাছে ঘেঁষতেন না দেব। কিন্তু, ‘চাঁদের পাহাড়’ করে এখন নাকি দেবের সেই আতঙ্ক কেটেছে। এখন তিনি ম্যাকাও, কাকাতুয়ার মতো পাখি দেখলে ভয় পান না। এমনকী, নিজের বাড়িতে পোষ্যও রেখেছেন বলে জানান দেব। প্রদর্শনীতে কাকাতুয়া এবং ম্যাকাওদেরও দুই হাতের রেখে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দেব। -এবেলা।
১২ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে