রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:০২:৩৯

সেকালের প্রেম-সুমন কেমন আছে একালে?

সেকালের প্রেম-সুমন কেমন আছে একালে?

বিনোদন ডেস্ক : আঠাশ বছর অনেকটা সময় আর এই তিন দশকে বদলে গিয়েছে প্রেমের ধরনধারণ। সেকালে যারা ছিল প্রেমের কাল্ট ফিগার, তারা যদি জন্ম নিত একালে, কেমন হতো?

কেমন আছে প্রেম ও সুমন? বোধহয় ভাল, নাকি খুব ভাল! সুখী গৃহকোণে নিজেকে মগ্ন রেখে, দিনরাত স্বামী-সংসার-সন্তান নিয়ে দিন কাটছে সুমনের। অন্যদিকে, বাবার ব্যবসা বিস্তৃত করে, শহরের নামী শিল্পপতিদের তালিকায় নাম লিখিয়েছে প্রেম। আপাতদৃষ্টিতে বেশ ভাল ব্যাপার। দীর্ঘ প্রায় ৩০ বছর পরে এমনটাই তো হওয়ার কথা ছিল প্রেম-সুমনের love-কাহিনিতে।

কিন্তু, নাহ্! এ যুগের প্রেম-সুমন যেন একটু আলাদা। আরও বছর দশেক পরের রাজ-অঞ্জলির ‘প্যার দোস্তি হ্যায়’ ব্যাপারটাও তাদের কাছে ‘ব্যাকডেটেড’। ৩০ বছর তো দূরস্থান, ৩০ দিনেই সম্পর্কে ডামাডোল দেখা দেয় এখন।

প্রথম দেখায় ভাললাগা (আগে যা ছিল ভালবাসা, মানে Love at First sight)...
সময় নষ্ট না করে দ্বিতীয় দিন থেকেই ডেটিং... কিসিং... তারপরে তো শুধুই ব্রহ্মা জানেন!
মাস শেষ হওয়ার আগেই একে অপরের ত্রুটি খুঁজতে ব্যস্ত হয়ে পড়া।

ব্যস্! হয়ে গেল প্রেম কাহিনির ‘হ্যাপিস এন্ডিংস’!

কিন্তু, দুঃখ করার কিছু নেই। দু’দিনের বিরহ যন্ত্রণা ভুলে ফেসবুকে স্টেটাস মেসেজ লিখে ফেললেই কেল্লা ফতে— I am SINGLE, ready to MINGLE.

স্বয়ম্বরের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট জমা পড়বে। তারপরে, রিপিট টেলিকাস্ট...

এভাবেই কোনও একদিন ভালবাসার তরী গিয়ে ভিড়বে সঠিক মাঝির কাছে। তখন সত্যি হবে সেকেলে প্রেম-সুমনের গল্প। তখন আর গুনগুন করতে বাধা থাকবে না ‘ম্যায়নে প্যার কিয়া’!
১২ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে