রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৩৯:০৬

শাহরুখ খানকে অস্কার দেওয়া উচিত: পাওলো কোয়েলহোর

শাহরুখ খানকে অস্কার দেওয়া উচিত: পাওলো কোয়েলহোর

বিনোদন ডেস্ক : ‘‌মাই নেম ইজ খান’–এ অভিনয়ের জন্য অস্কার দেওয়া উচিত শাহরুখ খানকে। মন্তব্য ‘‌অ্যালকেমিস্ট’‌ খ্যাত ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর। প্রায় এক দশক আগে রিলিজ করেছিল শাহরুখ–কাজল অভিনীত ‘‌মাই নেম ইজ খান’। ৯/‌১১ পরবর্তী বিশ্বে পাল্টে গিয়েছে ধর্মীয় সমীকরণ। ভারতে গোধরা দাঙ্গা আর তারও পরে ২৬/‌১১–র মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা। বিশ্বের মুসলিমদের প্রতি সন্দেহের বাতাবরণ।

সেই সময় মুক্তি পায় করণ জোহরের এই ছবি। যেখানে রিজওয়ান খানের চরিত্রে শাহরুখের মুখে শোনা যায়, ‘‌মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট এ টেরোরিস্ট’‌। এই কথা ঝড় তুলেছিল সারা বিশ্বেই। সিনেমার আট বছর পূর্তিতে কোয়েলহোর পক্ষ থেকে শাহরুখ বড় সার্টিফিকেট পেলেন। ‘‌দ্য উইনার স্ট্যান্ডস অ্যালোন’‌–এর লেখক আজ টুইট করে জানিয়েছেন, তিনি শাহরুখের এই একটিই সিনেমা দেখেছেন। হলিউডে যদি কারসাজি করা না হত, তবে শাহরুখ অবশ্যই অস্কার পেতেন।

শাহরুখের টুইট, ‘‌এটা দুঃখের যে এই সিনেমা এখনও সমান তাৎপর্যপূর্ণ রয়ে গিয়েছে।’‌ এই নিয়ে সিনেমার পরিচালক, সহ অভিনেতা এবং কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন ৫১ বছর বয়সী শাহরুখ। সিনেমার একটি স্থির ছবি প্রকাশ করে পরিচালক করণ জোহর কোয়েলহোকে বলেছেন, ‘‌আপনি আমাদের সিনেমা পছন্দ করেছেন। তার জন্য সম্মান বোধ করছি।’‌  

১২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে