বিনোদন ডেস্ক : সব সাবেক প্রেমিকরা তার জীবনে ফিরতে চান। আর এটা তার জীবনের একটা রেকর্ড। ভালোবাসা দিবসে এমনটাই এক সংবাদমাধ্যমকে জানালেন কঙ্গনা রানাউত। এমনিতেই বড় ঠোঁট কাটা মেয়ে। তাতে আবার প্রেমের দিন। প্রেম, সম্পর্ক ভাঙা, ফের ঘুরে দাঁড়ানো, বিয়ে-ভ্যালেন্টাইন’স ডে-তে সবকিছু নিয়েই খুল্লমখুল্লা ‘কুইন’।
কঙ্গনা জানিয়েছেন, আপাতত একটি সম্পর্কে রয়েছেন তিনি। সত্যি ভালবাসা কাকে বলে, তা এখন তিনি বোঝেন। সব ঠিকঠাক এগোলে এ বছরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। কিন্তু ভালবাসা, সম্পর্কের টানাপোড়েন নিয়ে বারবার মিডিয়ার সামনে মুখ খুলেছেন বলিউডের এই সাহসিনী। হৃত্বিক রোশনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল শুধু ঘোলাই হয়নি, কাঁদা ছোড়াছুড়ি পর্যন্ত গড়ায়।
যদিও কঙ্গনার কথায়, “আমি যখন কোনও সম্পর্কে থাকি, পুরোপুরি থাকি। কিন্তু বেরিয়ে গেলে সেদিকে আর ফিরেও তাকাই না। সাবেক প্রেমিকের কাছে ফিরে গিয়েছি, এমন রেকর্ড আমার নেই। কোনও দিন দেখাও করিনি। তবে তারা প্রত্যেকেই আমার কাছে ফিরতে চেয়েছে। আর এই রেকর্ডটাও আমার আছে।”
তবে সেসব নিয়ে এখন আর মাথা ঘামাতে চাইছেন না বলিউডের কুইন। এবার বোধহয় লাইফে সেটেল করতে চান তিনি, একটা স্থায়ী ঠিকানা এবার মনে তিনি করতে চলেছেন। কঙ্গনা জানান, “এ বছরই বিয়ে করতে চাই আমি। আশা করি, তা হবেও।”
১৪ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস