শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ১০:৩১:৩৫

নাচের বিষয়ে খুঁটিনাটি টিপস দিচ্ছেন শহিদ

নাচের বিষয়ে খুঁটিনাটি টিপস দিচ্ছেন শহিদ

বিনোদন ডেস্ক : বলিউডের প্রতিষ্ঠিত নায়ক হয়েও মনে প্রাণে তিনি একজন নৃত্যশিল্পী৷ এক ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারক হয়ে সেই বিষয়টি এবার সামনে এল৷ শহিদ কাপুর যে খুব ভালো নাচতে পারেন, সেটা তো সকলেই জানা আছে৷ তবে এই কথাটি স্বয়ং পঙ্কজ কাপুর অর্থাত্‍‌ তার বাবাও নানা জায়গায় বার বার বলে বেড়াচ্ছেন৷ যে, শহিদের সঙ্গে তার সবচেয়ে বড় পার্থক্য হল, শহিদ খুব ভালো নাচতে পারে, কিন্তু তিনি নাচ ব্যাপারটা একেবারেই পারেন না! ক্যারিয়ারের গোড়ার দিক থেকে আজ পর্যন্ত নানা ছবিতে বার বার নাচের সিকোয়েন্সে মাত করে দিয়েছেন শহিদ৷ 'জব উই মেট' কিংবা 'হায়দর'-এর মতো হিট ছবিতে তার নাচ তো দর্শকদের মন কেড়েইছেই, এমনকি 'ফাটা পোস্টার নিকলা হিরো' কিংবা 'রাজকুমার'-এর মতো যেসব ছবি তেমনভাবে বক্সঅফিস সাফল্য না পেলেও, শহিদের নাচ আলাদা করে মন কেড়েছে দর্শকদের৷ 'শাড়ি কা ফলস'-এর মতো গান শহিদের নাচেই হিট করেছে, ছবি যতই ফ্লপ হোক না কেন৷ তবে এখন শহিদ ডান্স বেসড রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকাটা বেশ এনজয় করছেন বলাচলে৷ সময়টা দিব্যি ভালো কাটছে তার৷ তাছাড়া ডান্স রিয়্যালিটি শো-টি যারা দেখছেন, তারাও শহিদের উপস্থিতি বেশ পছন্দ করছেন৷ কারণ, নিজে নাচটা ভাল জানেন বলেই অংশগ্রহণকারীদের নানা খুঁটিনাটি টিপস দিচ্ছেন শহিদ৷ শুধু ভুল ধরে দিয়েই দায় সারছেন না৷ কেমন করে সেটা ঠিক করা যেতে পারে, আরও ভালো করা যেতে পারে সে সম্পর্কে প্রয়োজনীয় টিপসও দিচ্ছেন৷ আবার যারা ভালো পারফর্ম করছে তাদেরও প্রশংসা করার সময় উল্লেখ করছেন কেন ভালো হয়েছে৷ শহিদকে যারা অনেকদিন ধরে চেনেন, তারা বলছেন শহিদ এই শোয়ে এসে নিজের নৃত্যশিক্ষার দিনগুলোর মধ্যে ফিরে গিয়েছেন৷ ভীষণ প্যাশনের সঙ্গে বিচারকের ভূমিকা পালন করছেন৷ আর প্রতিবার যে সব ছবিতে ভাল নাচের সিকোয়েন্স আছে, তার জন্য শ্যুটিংয়ের আগে আলাদা করে ওয়ার্কশপ করেছেন শহিদ৷ যেমন 'হায়দর'-এর জন্য বেশ কয়েকদিনের কর্মশালায় যোগদান করেন তিনি৷ তাছাড়া যদি আরও খানিক পিছিয়ে যাওয়া যায়, যখন তিনি শিয়ামক দাভারের গ্রুপে নাচেন, তখন তো তার নাচের ব্যাপারে নিয়মানুবর্তিতা দেখে অনেকে ধরেই নিয়েছিলেন যে তিনি নাচেই প্রতিষ্ঠা পাবেন৷ তারপর তো তিনি নায়ক হিসেবেই মুম্বাইতে প্রতিষ্ঠা পেলেন৷ আর একজন নৃত্যপটু নায়ককে পেলেন দেশের মানুষ৷ তার নতুন ছবি 'শানদার'-এও কিছু ভাল ডান্স সিকোয়েন্স রয়েছে৷ ১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে