বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:০৩:১৮

এ বছরই বিয়ে করবেন কঙ্গনা

এ বছরই বিয়ে করবেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : এ বছরই বিয়ের পরিকল্পনা করছেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। তবে কাকে বিয়ে করবেন, তা নিয়ে এখনই কিছু বলতে চান না। এদিকে আর পেছন ফিরে তাকাতে তিনি চান না। ভুলে যেতে চান নিজের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া কষ্টের অতীত। বললেন, ‘আমি কষ্টগুলো কাটিয়ে উঠতে পেরেছি। ভুলে যেতে চাচ্ছি অনেক কিছু। সেগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা করছে না। তারপরও বলছি, যখন প্রিয় মানুষগুলোর মাঝে ছিলাম,  তখন চমৎকার একটা সময় ছিল। সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু কষ্টের মাঝে নিজেকে বেধে রাখতে চাইনি। আবার নতুন করে আশায় বুক বেধেছি। এখন সেই প্রিয় মানুষগুলো বার বার ফিরে অাসতে চাচ্ছে, কিন্তু আমি আর তাদেরকে প্রশয় দেইনি।’

২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনার নতুন ছবি ‘রেঙ্গুন’। এই ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ সময় কঙ্গনা সচেতনভাবেই বেফাস কথা বলা থেকে বিরত থাকেছেন। সব সাক্ষাতকারেই নিজের জীবনঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে কথা বলছেন। সম্প্রতি ভারতের বহুল প্রচারিত এক পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে তিনি নতুন ছবি, কষ্টের অতীত আর নিজের ভালোবাসা নিয়ে কথা বলেন। অতীতের ভেঙ্গে যাওয়া ভালোবাসা এবং তারপর নিজেকে নতুন করে গড়ে তোলা নিয়ে বলেছেন।

ত্রিভুজ প্রেমের ‘রেঙ্গুন’ ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত, শহীদ কাপুর, সাইফ আলী খান।
১৫ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে