এক্সক্লুসিভ ডেস্ক : একই মহাকাশযানে ১০৪টি উপগ্রহ একসঙ্গে পাঠিয়ে নতুন ইতিহাস গড়ল ইসরো। ভাঙল নিজেদেরই রেকর্ড। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে তিনি বলিউডের শাহেনশা। তাই শুভেচ্ছা জানানোর কায়দাটিও হটকে।
নিজের ও ছেলে অভিষেকের নাচের ছবি টুইট করে ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ। আর এতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ করেছেন প্রশংসা, কেউ নিন্দায় সরব হয়েছেন। কেউ আবার ঠাট্টার ছলে মনে করিয়ে দিয়েছেন, জুনিয়র বচ্চনের কেরিয়ার লঞ্চ করা ইসরোর পক্ষেও সম্ভব নয়।
সিনেমা বেছে করলেও টুইটে হামেশাই সরব বিগবি। বেশিরভাগ সময়ই তার বার্তা প্রশংসা পায় দর্শকদের। কিন্তু এবার প্রতিক্রিয়া মিশ্র। মহাকাশযানের সাথে বাপ-বেটার এমন নাচের ছবি কি সম্পর্ক তাও আবার অনেকে ঠিক করে উঠতে পারছেন না।
১৫ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস