বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে নানা রকম ঝামেলায় পরতে হয় একটি শুটিং ইউনিটকে। এমন তিক্ত অভিজ্ঞতা অনেক শুটিং ইউনিটেরই আছে। তবে তা কখনো পর্দায় তুলে ধরা হয় নি। এবার অবশ্য তেমনই এক গল্প তুলে ধরা হয়েছে ‘সুপারস্টার’ ধারাবাহিক একটি নাটকের মধ্য দিয়ে।
রায়হান খানের রচনা ও পরিচালনায় ‘সুপাস্টার’ নাটকটিতে অভিনয় করেছেন, তৌকীর আহমেদ, তানিয়া আহমেদ, মেহজাবিন, নাঈম, টয়া, ইভানা, নীলা, তৌসিফ,আরফান, ফারুক আহমেদ, সাজু খাদেম, সিয়াম, অন্তু প্রমুখ।
‘সুপারস্টার’ গল্প সম্পর্কে জানা যায়, দেশের বাইরে শুটিং করতে যায় একটি চলচ্চিত্র ইউনিট। শুটিং করতে গিয়ে তারা নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। অবশেষে বিচিত্র সব অভিজ্ঞতার মধ্য দিয়ে শুটিং সম্পন্ন করে দেশে ফিরে এ ইউনিট।
নির্মাতা রায়হান খান জানিয়েছেন, থাইল্যান্ডের ফি ফি আইল্যান্ড, কোরাল আইল্যান্ড, মাংকি দ্বীপ, বানসেন ও পাতায়ায় নাটকটির দৃশ্যায়ন হয়েছে। নাটকে নতুন তিনটি গান রয়েছে। এস আই টুটুলের সুর ও সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ন্যান্সি, নাওমি এবং এস আই টুটুল।
১৩ সেপ্টেম্বর, রোববার থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে নতুন এ ধারাবাহিক নাটকটি। বিজ্ঞাপন বিরতি ছাড়া সপ্তাহের প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ১১ টায় প্রচারিত হবে এ নাটক।
১৩, সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন