বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:১৪:২০

সাল্লু বিনে বাঁচে না এ প্রাণ

সাল্লু বিনে বাঁচে না এ প্রাণ

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা অভিনীত প্রথম ছবি ছিল কাইজার গুস্তাদ পরিচালিত ‘বুম’। ২০০৩ সালে বলিউডের এ ছবিতে সাইন করার সময় বলিউড কেন, ভারতই তার কাছে ছিল অজানা-অচেনা কোনো গল্পের মতো দেশ। বলিউডের ছবি সম্পর্কেও কিছুই জানা ছিল না।

তাই পরিচালকের নির্দেশে ওই ছবিতে নির্দ্বিধায় কাজ করেছিলেন খোলামেলা দৃশ্যে। এ ছবিটি বলিউড বক্স অফিসে সুপার ফ্লপ করে। প্রথম ছবিতেই হোঁচট খেয়ে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেন ক্যাটরিনা কাইফ।

শুধুমাত্র মডেলিংটাই চালিয়ে যেতে থাকেন। ২০০৪ সালে ক্যাটরিনা কাইফ লন্ডন থেকে মুম্বাই আসেন। বেশ ক’টি কনজ্যুমার প্রোডাক্টের মডেল হয়ে ছোটপর্দায় ঝড় তোলেন।

এ সময় বলিউডের আরেক তারকা সালমান খানের সঙ্গে পরিচয়। পরিচয় থেকে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। বলিউডে ফিরতি যাত্রায় সালমান খানই তাকে টেনে তোলার দায়িত্ব নিজ হাতে নেন।

বলা চলে, রূপালি জগতে আবির্ভাবের সঙ্গেই ‘শীলা গার্ল’-এর নামের পাশে দাবাং তারকা সালমানের নামটি যুক্ত হয়। সালমান-ক্যাটরিনার প্রেম রোমান্স নিয়ে আলোচনা সমালোচনায় সবসময় সরব ছিল শোবিজ অঙ্গন। তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও আলোচনা থামেনি। নানা কারণেই বারবার আলোচনায় এসেছে এই দুজনের নাম।

তবে প্রেম ভাঙার পর ক্যাটরিনা একেবারেই চুপ ছিলেন সালমান খানের বিষয়ে। কোথাও কোনো মন্তব্য করতে রাজি হননি তাদের সম্পর্ক নিয়ে। এবার নিজের কথা বলতে গিয়ে ক্যাট মুখ খুললেন। জানালেন তাদের সম্পর্কের কথাও।

ক্যাটরিনা বলেন, ‘সালমান আমাকে অনেক সহযোগিতা করেছেন বলিউডে কাজ করার ক্ষেত্রে। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আমাদের সম্পর্ক অনেক গভীর ছিল। কিন্তু এখন সে সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনাও নেই। আর আমি এখন শুধু ক্যারিয়ার নিয়েই ভাবছি। অন্য কোনো কিছু নিয়ে নয়। প্রেম-বিয়ের বিষয়গুলো বিধাতাই লিখে রাখেন। আর সালমান এখন আমার খুব ভালো বন্ধু। এর বাইরে কিছু নন।’

এরপর আরও অনেকের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন শোনা যায়। তবে সালমান পরবর্তী সময়ে রনবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেম কাহিনী নিয়ে বলিউড সরগরম। হাল আমলে শোনা যাচ্ছে নতুন কথা।

অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনার দুনিয়াতেও আসছেন ক্যাট? বোন ইসাবেলের জন্য এবার এই নয়া ভূমিকায় তিনি। ঠিক এ কারণে আবারও সালমানের শরনাপন্ন হলেন ক্যাটরিনা। গুজব রটেছে, সালমান খান নাকি ইসাবেলকে বলিউডে কাজ পাইয়ে দিচ্ছেন। এর আগে একটি কানাডিয়ান ছবিতে ইসাবেল অভিনয় করেছেন। এ ছাড়া প্রায়ই বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্যাটের সঙ্গে তাকে দেখা গেছে। আর বোনের জন্য নায়ক হিসেবে চাইছেন সাবেক প্রেমিক সালমানকে।

বিস্ময়কর হলেও বলিউডের বাতাসে এমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে। এ নিয়ে জল্পনার বাসা বাঁধছে যখন সাম্প্রতিক সময়ে ক্যাটরিনা একাধিকবার সালমানের সঙ্গে আলোচনায় বসেছেন। এমনটাই যদি হয় তাহলে বলিউডে নতুন এক অধ্যায়ের সূচনা হবে। যে ক্যাটরিনাকে নিয়ে সালমানের একাধিক ছবি সফল এবার তারই বোন ইসাবেল থাকছেন নায়িকা।

ইসাবেল মুম্বাইয়ের মেয়ে নয়। তিনি লন্ডনভিত্তিক মডেল হিসেবে বেশ পরিচিত। এবার বলিউডে তার অভিষেক ঘটবে বড় বোন ক্যাটরিনারই হাত ধরে। বিষয়টি জানাজানির পর বলিউডের বিভিন্ন মহলে এরই মধ্যে নানা আলোচনার শুরু হয়েছে।
১৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে