বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৫২:৩৭

ট্রেলারেই এ প্লাস ‘মেয়েটি এখন কোথায় যাবে’

ট্রেলারেই এ প্লাস ‘মেয়েটি এখন কোথায় যাবে’

বিনোদন ডেস্ক : কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস 'মেয়েটি এখন কোথায় যাবে' অবলম্বনে নাদের চৌধুরী নির্মাণ করেছেন 'মেয়েটি এখন কোথায় যাবে'র ট্রেলার প্রকাশিত হয়েছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জলি ও শাহরিয়াজ। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। ট্রেলার দেখেই প্রচুর প্রশংসা এসেছে ছবির।

'নিয়তি' মুক্তির কয়েক মাস পর 'মেয়েটি এখন কোথায় যাবে'র মধ্য দিয়ে শুটিংয়ে ফেরেন জলি। আমার এবারের ছবিতে অভিনয় করার প্রচুর সুযোগ ছিল। আমি এ ব্যাপারগুলো বেশ চ্যালেঞ্জ হিসেবেই নিই। 'অঙ্গার' নিয়ে অভিষেক হওয়া চিত্রনায়িকা জলি বলেন, আমার নিজের প্রতিই এ চ্যালেঞ্জ। যাতে আমাকে কেউ সরাতে না পারে। জলি জানালেন, 'মেয়েটি এখন কোথায় যাবে' ছবিতে জলির চরিত্রের নাম কৃষ্ণকলি।

ট্রেলারে জলির অভিনয় দেখা গেছে। নিজেকে ভেঙে বৈচিত্র্য এনেছেন এই অভিনেত্রী। হিট নায়িকার তকমা এখনো না পেলেও জলিকে আলোচনায় ফেরাবে 'মেয়েটি এখন কোথায় যাবে'। এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।  

সোশাল মিডিয়ায় ছবিকে এ প্লাস দিয়েছেন বাংলা চলচ্চিত্রপ্রেমীরা। মাসুদ ভূইয়া নামের একজন লিখেছেন, 'গল্পটা ভালো হবে মনে হচ্ছে আমরা যারা বাংলা সিনেমা ভালোবাসি সবার উচিত পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে ছবিটি দেখা। '

আরেকজন লিখেছেন, 'ট্রেলারটি ভালো লাগল। ছবির নামেই সাসপেন্স রয়েছে। ট্রেইলারে গ্রামের রাণী যে বাংলা ফন্ট ব্যবহৃত তা সস্তা ধাচের, এখানে বাংলা লেখার চিরন্তন ফন্ট বিজয় বা অন্যান্য ব্যবহার করা উচিত ছিল। '

আলিফ নামের একজন লিখছেন, Trailer দেখে খুব ভালো লাগলো কিন্তু ছবিটা আগে দেখতে হবে। নুরুদ্দিন পিয়াস লিখেছেন, 'ভেরি নাইস ফুল ভিলেজ টেস্ট অ্যান্ড কাস্টিং আর অলসো গুড'

দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত গ্রামে অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে। ছবিতে শাহরিয়াজ-জলি ছাড়াও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশিদ, ফজলুর রাহমান বাবু, কাজী শিলা, শামিমা আক্তার বেবীর মতো জনপ্রিয় সব মুখ। এর আবহ সংগীত পরিচালনায় করেছেন ইমন সাহা।
১৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে