বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অন্যতম গ্ল্যামারকন্যা বলা হয়ে থাকে পরীমনিকে। শুরু থেকেই ঢালিউড পাড়াতে তিনি আছেন বেশ আলোচনায়। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন অনেককেই।
নির্মাতা শাহ আলম মণ্ডলের ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে ঢালিউডে কাজ শুরু করেছিলেন পরীমনি। এর পর দুই ডজন সিনেমায় এপর্যন্ত অভিনয় করেছেন তিনি।
এবার দ্বিতীয়বারের সেই শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ লাস্যময়ী কন্যা। ১২ সেপ্টেম্বর তিনি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন।
শাহ আলম মণ্ডল জানান, ‘ঈদের পরই সিনমোর কাজ শুরু করব। এ সিনেমাটিতে পরীকে দর্শক ভিন্নরূপে দেখতে পাবেন।’
পরীমনি বলেন, ‘রাফি চলচ্চিত্রের ব্যানারে রোমান্টিক এ সিনেমায় আমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। বাপ্পির সঙ্গে এটি আমার দ্বিতীয় সিনেমা।’
১৩, সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন