শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৫৫:৫২

ছেলের একটা ভাল মুসলিম নামও কি রাখতে পারব না : সাইফ আলী

ছেলের একটা ভাল মুসলিম নামও কি রাখতে পারব না : সাইফ আলী

বিনোদন ডেস্ক : ছেলের নাম তৈমুর কেন? এক ঝাঁক প্রশ্নের তির বিঁধেছে সোশ্যাল মিডিয়ায়। গত বছরের ২০ ডিসেম্বর তৈমুরের জন্মের পর থেকেই সাইফ-কারিনার সদ্যোজাতের নাম নিয়ে কম বিতর্ক হয়নি। প্রায় সকলেরই মুখে একটাই প্রশ্ন, কোন আক্কেলে তুর্কি-মোঙ্গল শাসক কুখ্যাত তৈমুর লঙ্গের নামে ছেলের নামকরণ করলেন তারা?

এ নিয়ে নানা মুনির নানা মত। অনেকেই এর পিছনে যুক্তি-পাল্টা যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন। নাম বিতর্কে আগেই মুখ খুলেছেন সাইফ। তবে সম্প্রতি এক সাক্ষাত্কারে ছেলের নামের প্রসঙ্গ উঠতেই আরও বিস্ফোরক ছোটে নবাব। ওই সাক্ষাত্কারে সইফ বলেছেন, ''গোটা বিশ্বের ইসলাম ফোবিয়া সম্বন্ধে আমি সচেতন। কিন্তু আমি তো ছেলের নাম রাম বা আলেকজান্ডার রাখব না। তা হলে ছেলের একটা ভাল মুসলিম নামও রাখতে পারব না? তাকে ধর্মীয় মূল্যবোধ শিখিয়ে বড় করব। যাতে যে কোনও লোক যখন তাকে দেখবে যেন বলে, বাহ্! ছেলেটাতো খুব সুন্দর।''

কিন্তু তুর্কি শাসক তৈমুর লঙ্গের কথা কি তারা জানতেন না? ছেলের নাম রাখার আগে একবারও কি তার কথা মনে হয়নি? সাইফের জবাব, ''আমি ওই তুর্কি শাসকের কথা জানি। কিছুটা স্বৈরাচারীও ছিলেন। কিন্তু তিনি ছিলেন তিমুর। আর আমার চেলে তৈমুর। দু'টো শুনতে এক মনে হলেও আসলে আলাদা। নামে সত্যিই কিছু যায় আসে না। আর সে দিক দিয়ে দেখতে গেলে রাজা অশোক বা আলেকজান্ডারও তো স্বৈরাচারী ছিলেন।''

ছেলের জন্য তৈমুর নামটাই পছন্দ হল কেন তাদের? সাইফের দাবি, "কারিনা আর আমি, দু'জনেরই তৈমুর নামের মানেটা বেশ পছন্দের। আমার ছেলের নামটা পার্সিয়ান, যার মানে লোহা।"

১৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে