বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল চিত্রনায়িকা পূর্ণিমা চলচ্চিত্রে ফিরবেন। অবশেষে নতুন চলচ্চিত্রের খবর জানালেন তিনি। ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘একটি সিনেমার গল্প’। ছবিটি পরিচালনা করবেন চিত্রনায়ক আলমগীর।
পূর্ণিমা বলেন, আমি নতুন এ ছবিতে গত দু’দিন আগে চুক্তিবদ্ধ হয়েছি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। তার অভিনয় আমারও খুব প্রিয়। এবারই প্রথম একসঙ্গে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে। এ ছবির গল্পটিও খুব সুন্দর। কিছুদিন পর এ ছবির কাজ শুরু হবে।
এদিকে, এ ছবিতে আরো অভিনয় করবেন আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী পাওলি দাম। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি হবে ভারতের এসকে মুভিজের সঙ্গে বাংলাদেশের আইকন এন্টারটেইনমেন্টের। গত বছর বেশকিছু কাজে পূর্ণিমাকে দেখেছেন দর্শক। বিশেষ করে ছোট পর্দার কাজে তাকে দেখা যায়। নাটক ও টেলিছবির কাজ নিয়ে পুরো বছরই ব্যস্ত ছিলেন তিনি।
মাঝে ছোট পর্দায় ফেরার পর ‘দেয়ালের ওপারে’, ‘সন্দেহে মনদাহ’, ‘ফিরে যাওয়া হলো না’, ‘বাকবাকুম পায়রা’, ‘প্রিয় রং হলুদ’সহ বেশকিছু নাটকে কাজ করে বেশ প্রশংসিত হন জনপ্রিয় এই অভিনেত্রী। বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতেও দেখা গেছে পূর্ণিমাকে। বছরের শেষদিকে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন।
এছাড়া মাত্র ৫ মিনিটের জন্য সচেতনতামূলক একটি নাটিকাতে অভিনেতা রওনক হাসানের বিপরীতে কাজ করেন। জন সচেতনতামূলক এই নাটিকাটি পরিচালনা করেন টুকু মজনিউল। এছাড়া সামনে শিল্পী সমিতির নির্বাচন। মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে এ বছর নির্বাচন করবেন এই অভিনেত্রী।
১৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি