রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:৪৯:০৮

সংসার ভেঙ্গে যাওয়ার বিষয়ে যা বললেন কন্ঠশিল্পী হাবিব

সংসার ভেঙ্গে যাওয়ার বিষয়ে যা বললেন কন্ঠশিল্পী হাবিব

বিনোদন ডেস্ক: আচমকাই ভেঙ্গে যায় তাদের সংসার। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের সংসার এ নিয়ে ভেঙে গেলো দ্বিতীয় বারের মত। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাবিব নিজেই।

এ ব্যাপারে জানতে চাইলে হাবিব বলেন, গেলো ১৯ জানুয়ারি আমার এবং রেহানের সমঝোতামূলক বিবাহ বিচ্ছেদ হয়েছে। পারস্পরিক সম্পর্কে টানাপোড়ন ঘটনা নতুন কিছু না। আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না।

৫ বছরে আমরা একে অপরকে জানার সময় পাই। একটা সময় বুঝতে পারি যে আমাদের লাইফস্টাইল ভিন্ন এবং এক পর্যায়ে আমরা দু'জনেই এটা উপলব্ধি করি যে আমাদের আলাদা হয়ে যাওয়াই সবচে' ভালো সমাধান।

ছেলের ব্যাপারে হাবিব বলেন, আমাদের ছেলে আলীম ওয়াহিদ। তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর মানসিক বিকাশের কথা গুরুত্ব দিয়ে চাইবো আমার ও রেহানের মধ্যে সবসময় একটি পারস্পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

প্রথম স্ত্রী'র সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার চট্টগ্রামের বাঁশখালীর মেয়ে রেহানকে বিয়ে করেছিলেন হাবিব। ২০১১ সালে চট্টগ্রামে কনসার্টে গান গাইতে গিয়ে গোপনে রেহানকে বিয়ে করেন তিনি।-আরটিভি
২০ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে