রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:৩০:১১

দাবাং-৩ ছবিতে সালমানে নায়িকা অ্যামি জ্যাকসন!

দাবাং-৩ ছবিতে সালমানে নায়িকা অ্যামি জ্যাকসন!

বিনোদন ডেস্ক : পরিচালক এস.‌শঙ্করের ‌‘‌২.‌০’‌ ছবিতে অক্ষয় কুমার, নওয়াজিদ্দিন সিদ্দিকি ও রজনীকান্তের সঙ্গে অভিনয় করার পর ব্রিটিশ মডেল তথা অভিনেত্রী অ্যামি জ্যাকসন সালমান খানের সঙ্গে তার পরবর্তী ছবির কাজ করতে চলেছে। সূত্রের খবর, সালমান খানের দাবাং–৩  ছবিতে অ্যামিকে অভিনয় করতে দেখা যাবে। যদিও এ বিষয়ে ‘‌ভাইজান’‌ সংবাদমাধ্যমকে নিশ্চিতভাবে কিছু জানাননি।

অ্যামি জানান, ‘‌আমি অপেক্ষা করছি কবে সালমানের সঙ্গে আমি কাজ করতে পারব। দেখা যাক কি হয়।’‌ শুধু তাই নয়, খানদের মধ্যে অ্যামির প্রথম পছন্দই হল সালমান খান। কিছুদিন আগেই অ্যামি কাজ করেছেন সালমানের ‘‌বিং হিউম্যান’‌–এ। সালমানের সঙ্গে মিষ্টি সেলফিও তুলেছেন অ্যামি।

এখন অ্যামি ব্যস্ত ‘‌২.‌০’‌ ছবি  নিয়ে। অ্যামি এই ছবিতে কোন ভূমিকায় অভিনয় করছেন তা তিনি নিজেও জানেননা। তবে তার বিশ্বাস কোনও আর্কষণীয় চরিত্রই তাকে পরিচালক দিয়েছেন। এই ছবির পর সালমানের সঙ্গে অ্যামিকে দাবাং–এর তিন নম্বর সিক্যুয়েলে দেখা যাবে কিনা এখন সেটাই দেখার বিষয়।
১৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে