সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:০৬:৫৩

‘আমি মৃত নই, গুজব ছড়ানো বন্ধ করুন’

‘আমি মৃত নই, গুজব ছড়ানো বন্ধ করুন’

বিনোদন ডেস্ক : শনিবার থেকে তোলপাড় বিটাউন। উৎস একটি ফেসবুক পোস্ট। যাতে রয়েছে, বলিউড অভিনেত্রী ফরিদা জালালের মৃত্যুতে আমরা শোকাহত। আর সেটা ঘিরেই টিনসেল টাউন দিনভর তোলপাড়। কারোর দাবি এরকম কোনও খবরই কেউ পাননি। আগের দিনই কথা হয়েছে ফরিদাজির সঙ্গে। মিথ্যা বলা হয়েছে ফেসবুকে।

কারোর দাবি সত্যি ঘটনা। অবশেষে কে হিমাংশু নামে এক পাবলিশারের টুইটে পুরো ঘটনা স্পষ্ট হল। ফরিদা জালালের মৃত্যুর খবর সম্পূর্ন ভুয়ো জানিয়ে টুইট করে জানিয়েছেন,ফরিদাজির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এই ধরনের মিথ্যা খবর ছড়ানোয় যার পর নাই বিরক্তি প্রকাশ করেছেন। এই ধরনের গুজব ছড়ানো বন্ধ করুন।

তবে এখনও পর্যন্ত এর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে ফরিদা জালাল এই পোস্ট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। যথেষ্ট বিরক্ত হয়ে জানিয়েছেন, আমি মৃত নই, গুজব ছড়ানো বন্ধ করুন। যদিও ফরিদা জালাল একাই নন এর আগেও দিলীপ কুমার, কাদের খানকে নিয়েও মৃত্যুর গুজব ছড়িয়েছে বলিউডে। ‌

২০ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে