বিনোদন ডেস্ক : ২০০৬ সালে পরিচালক সোহানুর রহমান সোহান সেসময়কার জনপ্রিয় নায়ক মান্নাকে নিয়ে শুরু করেছিলেন ‘বৃষ্টির চোখে আগুন’ একটি সিনেমা।
কিন্তু ২০০৮ সালে মান্নার মৃত্যুতে মাঝপথে আটকে যায় সিনেমাটি। ছবিটিতে মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন পপি।
সম্প্রতি ‘বৃষ্টির চোখে আগুন’র কাজ শেষ করার উদ্যোগ নিয়েছেন প্রযোজক। তবে মান্নার অসমাপ্ত শুটিং কীভাবে করবেন সেটা বিস্তারিত জানাননি। এমনকি পরিচালক কিংবা নায়িকা এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন।
এ ছাড়া সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভারতীয় অভিনয় শিল্পীকে। কাহিনীতে কিছুটা পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রযোজক।
বলেছেন, ‘দরবেশ’ নামে একটি চরিত্রে ভারতের মিঠুন চক্রবর্তী কিংবা আশীষ বিদ্যার্থীকে দিয়ে অভিনয় করাতে পারেন। এ ব্যাপারে তাদের সঙ্গে কথাও হয়েছে। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।
১৩, সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন