মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৩৭:৫৭

এবার করণ জোহরকেই এক হাত নিলেন কঙ্গনা রানাওয়াত!

এবার করণ জোহরকেই এক হাত নিলেন কঙ্গনা রানাওয়াত!

বিনোদন ডেস্ক : ‘রেঙ্গুন’ ছবিতে হাতে চাবুক নিয়ে জুলিয়া সেজেছেন কঙ্গনা রানাওয়াত৷ কিন্তু চাবুক ছাড়াও যে তিনি বেশ সাহসী, তা টের পাওয়া গেল কফি উইথ করণে ৷ করণ জোহরের শোতে এসেই কঙ্গনা কথার চাবুকে যেভাবে আহত করলেন করণকে, তা নিয়েই এখন শোরগোল গোটা বলিউডে !

কথা ভালোই চলছিল৷ কিন্তু কঙ্গনার সিনেমায় সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই, করণকে একেবারে চেপে ধরলেন তিনি৷ প্রায় কড়া ভাষাতেই করণকে সোজাসাপটা বলে বসলেন, ‘বলিউডে নেপোটিজম চলে৷ আর এ ব্যাপারে করণ তুমি সেরা৷ তোমাকে সিনেমা মাফিয়া বলা হলে ভুল হবে না!’

আলিয়া, সোনম, বরুণ ধাওয়ানের কথা তুলে, তাদেরকে সিনেমা পাইয়ে দেওয়ার অভিযোগও করলেন কঙ্গনা৷ ছাড়লেন না পাশে বসে থাকা সাইফ আলি খানকেও ৷ নবাব সাইফের ‘পলিটিক্যালি কারেক্ট’ থাকার ব্যাপারটিকে সমালোচনা করতে ছাড়েননি কঙ্গনা!

তবে এখানেই শেষ নয়, কঙ্গনা নিজের কথায় বলিউডের তিন খানকেও টেনে এনেছেন৷ সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ছবি হিট করানোর জন্য তার পাশে খান হিরোদের তিনি একেবারেই চান না৷

টিআরপি-র দিকে তাকালে কঙ্গনা-সাইফের কফি উইথ করণ দারুণ হিট৷ তবে বলিউডের অনেকেই খুব একটা ভালো চোখে দেখছেন না কঙ্গনার বক্তব্যে৷ অনেকেই মনে করছেন, কঙ্গনার এই মন্তব্য বলিউডে তার জন্য বিপদ ডেকে আনতে পারে৷

২১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে