বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:০৫:০১

৩ বছর কেটে গেছে আজও কথা রাখেননি সালমান!

৩ বছর কেটে গেছে আজও কথা রাখেননি সালমান!

বিনোদন ডেস্ক: সালমান একবার কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে, সেটা অবশ্যই রাখেন। তবে একজন মানুষের সঙ্গে কিন্তু এ রকমটা করেননি তিনি।

জানা যায়, ২০১৩ সালের ‘জয় হো’ সিনেমাটির জন্য তার জš§স্থান ইন্দোর গিয়েছিলেন সালমান। সেখানে গিয়ে নিজের জšে§র সময় তার দাইয়ের ভূমিকা পালন করা ওই শহরেরই এক নারী, রুকিমনীকে খুঁজে বের করেন তিনি। প্রসব থেকে শুরু করে সদ্যোজাত সালমান-এর গায়ে তেল মালিশ করা পর্যন্ত সব দায়িত্বই পালন করেছিলেন এই রুকিমনীই।

তখন সালমান তাকে ধরে বলেন, ‘আপনার দুঃখ এবার থেকে আমার দুঃখ। আপনি আমার সঙ্গে মুম্বাইয়ে এসে দেখা করবেন। নাতনিদের ভবিষ্যৎ নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। ওদের যাবতীয় দায়িত্ব এখন থেকে আমার। ওদের পড়াশোনার সব খরচ আমি বহন করব।’ এরপর নিজের পিএ-কে নম্বর নিতে বললেন।

তিনি নম্বর নেয়ার পরে সালমান বললেন, তিনি সময়মতো ফোন করবেন। তারপর থেকে সালমানের ফোনের অপেক্ষায় বসে রয়েছেন রুকিমনীর নাতনি মণীষা। তার দৃঢ় বিশ্বাস, সালমান নিশ্চয়ই তার কথা রাখবেন। কিন্তু তিন বছর কেটে গেছে। আজ অবধি সালমানের সেই ফোন আসেনি।
২২ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে