বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:৩৫:২৪

ছেলে নাম নিয়ে সাইফ ও কারিনার কলহ

ছেলে নাম নিয়ে সাইফ ও কারিনার কলহ

বিনোদন ডেস্ক : জন্মের পর থেকে নাম বিতর্কে সাইফ আলী খান ও কারিনা কাপুরের পুত্র।  তৈমুর আলি খান, এবার কী নাম। নবাবি ঘরানায় এমন নাম কস্মিন কালেও কেউ শোনেননি। মোটের উপর সবারই দাবি এমন নাম বদল করুন ছোটে নবাব। সেই বিতর্কে থেকে মুক্তি যে সাইফও চান তা আগে জানা ছিল না।

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাতকারে সাইফ বলেছেন, ছেলের নাম বদল করতে চান তিনি। কিন্তু তাতে রাজি নন কারিনা। কারণ ছেলেকে জনপ্রিয় দেখতে চান তিনি। স্কুলের আর পাঁচটা বাচ্চার থেকে তৈমুর যে আলাদা হবে তা তার নামেই বোঝা যাবে। ওই স্কুলে তৈমুর নামে আর কেউ থাকবে না। কারিনার যুক্তি শোনার পর আর এই নিয়ে বেশি কথা বলেননি সাইফ।  

তবে জানিয়েছেন, যদি তার মনে হয় এই নাম নিয়ে স্কুলে ছেলের কোনও সমস্যা হতে পারে, তাহলে অবশ্যই সেই নাম বদল করবেন তিনি।

২২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে