বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:২৭:১১

অনেকের সঙ্গে প্রেম করেছি, অভিজ্ঞতা ছিল একই: কঙ্গনা

 অনেকের সঙ্গে প্রেম করেছি, অভিজ্ঞতা ছিল একই: কঙ্গনা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলি, হৃত্বিক রোশনের সঙ্গে প্রেম ছিল কঙ্গনা রনৌতের। অভিনেত্রী নিজেই এসব সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছেন। কিন্তু দুটো সম্পর্কই তিক্ত অভিজ্ঞতা বয়ে এনেছিল কঙ্গনার জন্য।  

 

অভিনেতার সঙ্গে প্রেম করাটা খুব একটা ভালো সিদ্ধান্ত কী? উত্তরে কঙ্গনা বলেছেন, 'শুধু অভিনয় নয়, চিকিৎসা, মডেলিং পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গেও প্রেম করেছি। দুর্ভাগ্যবশত আমি অনেক পুরুষের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছি। কিন্তু শিক্ষাটা একই ছিল (হাসি)। যখন কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে নির্দিষ্ট কারণকে দায়ী করা যায় না। '
২৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে