রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৪৩:৩৪

শ্যুটিং চলার সময়ে বিদ্ধংসী আগুন ফিল্ম সিটিতে, ভিতরে ছিলেন অভিনেতা, অভিনেত্রী

শ্যুটিং চলার সময়ে বিদ্ধংসী আগুন  ফিল্ম সিটিতে, ভিতরে ছিলেন অভিনেতা, অভিনেত্রী

বিনোদন ডেস্ক: দক্ষিণ বঙ্গের একমাত্র ফিল্ম সিটি পুড়ে ছাই হয়ে গেল। রবিবার শুটিং চলাকালীন আগুন লেগে যায়। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় প্রয়াগ ফিল্ম সিটিতে আগুন। এ দিন বেলা তিনটে নাগাদ হাজার একর জমির উপরে তৈরি ফিল্ম সিটিতে আগুন লেগে যায়। কী ভাবে আগুন লাগে তা জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও পর্যটকের ফেলে দেওয়া সিগারেটের টুকরো থেকেই আগুন লাগে। এই ফিল্ম সিটিতে নিয়মিত শ্যুটিং ছাড়াও বহু পর্যটক আসেন প্রতিদিন।


এ দিন ঠিক কোন ছবির শুটিং চলছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ফিল্ম সিটি কর্তৃপক্ষ সেটা জানাতে চাইছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি ওয়ার্কশপে আগুন লাগে। সেটি পুড়ে ছাই হয়ে যায়। এর পরে সংলগ্ন বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। ফিল্ম সিটিতে বেশির ভাগ ঘর-বাড়িই প্লাইউডের তৈরি। ফলে মুহূর্তের মধ্যে গোটা ফিল্ম সিটিতে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা চত্বরের বিভিন্ন শুটিং সেট।


এ দিন ফিল্ম সিটির ভিতরে অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী ছাড়াও পর্যটকরাও ছিলেন। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে কয়েকজন নিরাপত্তা কর্মী চোট পেয়েছেন। উল্লেখ্য ২০০৮ সালে এই ফিল্ম সিটি চালু হয়। উদ্বোধন করেন অভিনেতা ওম পুরি। এর পরে শাহরুখ খান প্রয়াগ ফিল্ম সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন। এ দিন আগুন লাগার পরে প্রথম ফিল্ম সিটিতেই থাকা ফায়ার ফাইটিং ইঞ্জিন কাজ শুরু করে। কিন্তু পরে চন্দ্রোকানা থেকে আরও ইঞ্জিন পাঠায় দমকল। পরে তাতেও আগুন নিয়ন্ত্রণে আনা না যাওয়ায় মেদিনীপুর শহর থেকে দমকলের ইঞ্জিন যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।-এবেলা
২৬ ফেব্রুয়ারী ২০১৭/ এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে